- সারাদেশ
- মসজিদের টাকা তোলা ও ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ২
মসজিদের টাকা তোলা ও ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের শাহজাদপুর ও সলঙ্গায় পৃথক সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। শুক্রবার ও শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- শাহজাদপুরে কায়েমপুরের হরিনাথপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৪২) এবং উল্লাপাড়ার সলঙ্গায় মনোহারপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে খোরশেদ আলী (৫২)।
স্থানীয়রা জানায়, শুক্রবার শাহজাদপুরে কায়েমপুরের হরিনাথপুর গ্রামে ঈদগাহ মাঠের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের মারপিটে একই গ্রামের মো. বিপ্লব হোসেন (৪২) আহত হন। পরে রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। অন্যদিকে, শুক্রবার দুপুরে উল্লাপাড়ার সলঙ্গায় মনোহারপুর গ্রামে বাইতুন জামে মসজিদের ইমামের সন্মানীর হাদিয়ার টাকা তোলা নিয়ে মুসুলিদের দুগ্রুপের সংঘর্ষে খোরশেদ আলম আহত হন। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী মঞ্জিরা খাতুন বাদী হয়ে প্রতিপক্ষ ওয়াজেদ ও তার ভাই মসজিদ কমিটির সভাপতি ইউসুফ আলীসহ ১১ জনকে আসামি করে সলঙ্গা থানায় মামলা করেছেন।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান,শুক্রবার বিকেলে ঈদগাহ মাঠের কমিটি গঠন নিয়ে স্থানীয় লুৎফর রহমান ও আকমল গ্রুপের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে বিপ্লব হোসেনকে আশংকাজনক অবস্থায় রাতেই ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিপ্লব হোসেন। আহতদের মধ্যে জাহাঙ্গীর মাস্টার, তোরাব আলী, আব্দুল মতিন ও সাকিল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার জুমার নামাজ শেষে চক মনোহরপুর মধ্যপাড়া জামে মসজিদে ইমামের সন্মানীর টাকা তোলা নিয়ে মসজিদ কমিটির সভাপতি ইউসুফ আলীর বড় ভাই অবসরপ্রাপ্ত সার্জেন্ট ওয়াজেদ আলী সরকারের সাথে তর্ক-বিতর্ক হয় খোরশেদ আলীর। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে মসজিদের বাইরে এসে ইউসুফ আলী ও তার লোকজন খোরশেদ আলীর উপর হামলা ও মারপিট চালায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। শনিবার সকালে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শজিমেকে নেয়ার পথে খোরশেদের মৃত্যু হয়। লাশ উদ্ধারের পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন