- সারাদেশ
- 'নিরাপদ খাদ্য মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে'
'নিরাপদ খাদ্য মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে'

‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২। এ উপলক্ষে শনিবার দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্রা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা কমির, সহকারি কমিশনার ভূমি লাভলি ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী বারি, গোলাম মোস্তফা প্রমুখ।
এসময় বক্তরা বলেন, নিরাপদ খাদ্য মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিশু বয়সেই আমরা যদি তাদের সঠিক উপায়ে পুষ্টি সম্পন্ন খাদ্য দিতে পারি তাহলে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
বক্তরা বলেন, আমাদের সমাজে অনেক শিশু সময়মতো পুষ্টিকর খাবারের অভাবে নানা রোগে ভূগতে থাকে। এই জন্য সমাজে যারা বৃত্তবান মানুষ রয়েছেন তাদের এক্ষেত্রে আগিয়ে আসার আহবান জানানো হয়।
মন্তব্য করুন