লক্ষ্মীপুরে গাছের সাথে হাত-বাঁধা অবস্থায় মিলন হোসেন (৬০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার  করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার দিঘলীর দক্ষিণ খাগুড়িয়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ও জিজ্ঞাসাবাদের জন্য মিলন হোসেনের স্ত্রী জাহানারা বেগম ও ছেলে মোশারেফ হোসেনকে আটক করেছে পুলিশ।

 মিলন হোসেন ওই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতের খাবার খেয়ে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি মিলন হোসেন । সকালে হাত বাঁধা অবস্থায় তার মরদেহ বাড়ির পাশে গাছের সাথে বাঁধা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারণা,রাতের কোন এক সময় মিলন হোসেনকে হত্যা করে হাত বেঁধে লাশ গাছের সাথে বেঁধে রাখা হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন জানান,মৃতদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তার বড় ছেলে ও স্ত্রীকে আটক করা হয়েছে।  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।