গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মোটরসাইকেল চালক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের ছাত্র আবদুর রহিম মাসুম (২৫) ও তার বন্ধু আতিকুল ইসলাম (২৬)

আব্দুর রহিম মাসুম খুলনা শহরের মুজগুন্নি এলাকায় আব্দুর রহমানের ছেলে। আতিকুল ইসলাম একই এলাকার আবু সাঈদ ইয়াহিয়ার ছেলে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক সজীব কুমার মন্ডল জানান, সকালে ওই দুই তরুণ মোটরসাইকেলে যোগে ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। তাদের বহনকারী যানটি কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে মাইক্রোবাসটি মহাসড়কের পাশের গাছে সাথে সজোড়ে ধাক্কা খায়। অন্যদিকে মোটরসাইকেলটি খাদে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে আবদুর রহিম মাসুম নিহত ও তার বন্ধু আতিকুল ইসলাম মারত্মক আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আতিকুলকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান কাশিয়ানী থানা পুলিশের এই কর্মকর্তা।