পঞ্চগড়ের বোদায় যৌতুকের দাবিতে ইফতারের সময় বিষ প্রয়োগ স্ত্রীকে হত্যার অভিযোগে আনিছুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেপ্তারের পর শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মারা যাওয়া ওই গৃহবধূর নাম মরিয়াম (২০)। তিনি উপজেলার তেপুকুরিয়া এলাকার কিনার উদ্দীনের মেয়ে এবং একই এলাকার মছির উদ্দীনের ছেলে আনিছুর রহমানের ছেলে।

এ ঘটনায়  গৃহবধূ মরিয়ামের বাবা শুক্রবার বোদা থানায় স্বামী আনিছুর রহমানসহ তার পরিবারের ছয় জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে বাড়ি থেকে আনিছুরকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সালে আনিছুর রহমানের সাথে মরিয়ামের বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে স্ত্রীকে মারধর করতেন। এরপর মধ্যে আনিছুর-মরিয়মের একটি কন্যা সন্তানের জন্ম হয়। আনিছুর স্থানীয় বাজারে দর্জির কাজ করেন। বুধবার বিকেলে মরিয়ামকে ঈদ বাজারের কথা বলে পাশের তেপুকুরিয়া বাজারে নিজের দর্জির দোকানে নিয়ে যান স্বামী আনিছুর। মরিয়াম রোজা থাকায় তাকে ইফতার সামগ্রী কিনে দেন তিনি। তবে ইফতারের করার সাথে সাথে অসুস্থ হয়ে পড়েন মরিয়াম। এ সময় তাকে চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে গৃহবধূ মরিয়াম মারা যান। মামলার এজাহারে অভিযোগ, ইফতারের সময় কৌশলে তার খাবারে বিষ মেশানো হয়েছে।

বোদা থানা পুলিশের ওসি আবু সাইদ চৌধুরী বলেন, প্রধান আসা্স আনিছুরকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে। আমরা আনিছুরের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছি। রোববার রিমান্ডের শুনানি হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।