- সারাদেশ
- সেন্টমার্টিনে ধরা পড়ল ১৫০ কেজির 'ভোল' মাছ
সেন্টমার্টিনে ধরা পড়ল ১৫০ কেজির 'ভোল' মাছ

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ১৫০ কেজি ওজনের 'ভোল মাছ' (স্থানীয়ভাবে ভোল মাছ বলা হয়) ধরা পড়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় দ্বীপের উত্তর সৈকতে হোটেল ‘প্রাসাদ প্যারাডাইস’ পয়েন্টে মাছটি ধরা পড়ে বলে জানা গেছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন, “সকালে ডেইল পাড়ার বাসিন্দা রশিদ মাঝির মালিকানাধীন জাল ফেলা হয় সমুদ্রে। ঘণ্টাখানেক পর ছোট ছোট মাছের সঙ্গে এই বড় মাছটিও জালে আটকে যায়। পরে জেলেরা সাগর থেকে বড় মাছটি রশি বেঁধে টেনে চরে তুলে নিয়ে আসে। স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি সেন্টমার্টিন জেটিঘাটে নেওয়া হয়।
জালের মালিক রশিদ মাঝি বলেন, 'মাছটি সেন্টমার্টিন জেটি ঘাটে এনে দাম হাঁকানো হয়েছিল দুই লাখ টাকা। পরে স্থানীয় ব্যবসায়ী সেন্টমার্টিন পূর্ব পাড়ার মোহাম্মদ ইসমাইলের কাছে সেটি এক লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করেছি।'
উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সাগরে মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জালে আটকা পড়লে সবাই দেখে আনন্দ পান, তেমনি জেলেরা ভালো দাম পাচ্ছেন।
মন্তব্য করুন