- সারাদেশ
- এবার দলীয় নেতাদের পেটানোর অভিযোগ বদির বিরুদ্ধে
এবার দলীয় নেতাদের পেটানোর অভিযোগ বদির বিরুদ্ধে
দলীয় নেতাদের পেটানোর অভিযোগ বদির বিরুদ্ধেদলীয় নেতাদের পেটানোর অভিযোগ বদির বিরুদ্ধে
Posted by Samakal on Saturday, April 23, 2022
কক্সবাজারের টেকনাফে এবার নিজ দলীয় নেতাদের পেটানোর অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে। শুক্রবার ইফতারের আগে টেকনাফ উপজেলা হল রুমে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বদির নেতৃত্বে তার ভাই আত্মস্বীকৃত ইয়াবা কারবারি আবদুস শুক্কুর, নুর মোহাম্মদ ওরফে লাস্টিপ সহ বদির ক্যাডার বাহিনী সভা চলাকালে হলরুমে ঢুকে এ হামলা চালান। এতে আহত হয়েছেন টেকনাফ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউছুফ মনো, পৌর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মো. ইউছুফ ভুট্টো ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক।
হামলার শিকার মো. ইউছুফ মনো বলেন, ‘বর্ধিত সভা চলাকালীন সাবেক সংসদ সংসদ আবদুর রহমান বদি পৌর কমিটিকে বাদ দিয়ে বারবার ওয়ার্ড কমিটিকে প্রাধান্য দেওয়ার কথা বলছিলেন। পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসবে বদির এই ধরনের বক্তব্যের প্রতিবাদ করি। এক পর্যায়ে বদি মঞ্চ থেকে নেমে হল রুমের বাইরে অপেক্ষমান তার ক্যাডার বাহিনীকে ডেকে এনে আমার উপর হামলা চালায়। বদি ও তার লোকজন আমাকে কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় আমাকে বাঁচাতে এগিয়ে আসেন পৌর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ইউছুফ ভুট্টো। তাকেও বেধড়ক মারপিট করেন বদি ও তার লোকেরা।’ তিনি বলেন, ‘জেলা আওয়ামী লীগ নেতাদের সামনে এই হামলার ঘটনা ঘটেছে। আমি এই ব্যাপারে তদের কছে বিচার প্রার্থী।’
পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী জানান, ‘পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের জন্য জেলা সাংগঠনিক টিমের নেতাদের উপস্থিতিতে পূর্ব নির্ধারিত বর্ধিত সভা ছিল শুক্রবার। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম রাজা, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত দাশ, ইউনুস বাঙ্গালী, উপজেলা সভাপতি মাস্টার জাহেদ হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বশর সহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বদির সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে।’ তিনি এই ব্যাপারে আর বিস্তারিত জানাতে রাজি হননি।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা সাংগঠনিক টিম লিডার (উখিয়া-টেকনাফ) শাহ আলম রাজা জানান, ‘শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়েছে। বাইরে কোনো কিছু ঘটে থাকলে সেটা আমার জানা নেই।’
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর জানান, ‘টেকনাফ পৌর আওয়ামী লীগের কমিটি হয়েছে ১৩ বছর আগে। আর এদের অধিনে ৯টি ওয়ার্ডের কমিটি হয়েছে ২ বছর অতিক্রম হয়েছে। ওয়ার্ড কমিটি গুলো একটিও পূর্ণাঙ্গ হয়নি। ফলে এই কমিটি দিয়ে সম্মেলন নিয়ে সন্দিহান নেতা-কর্মীরা। বর্ধিত সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি করে সম্মেলনের দাবি উঠলে ক্ষিপ্ত হয়ে এমপি বদি, তার ভাই শুক্কুর সহ অন্যান্যরা ২ নেতাকে মারধর করেছেন।’
ঘটনার বিষয়ে জানতে আবদুর রহমান বদির মোবাইলে একাধিক বার ফোন করা কলেও তিনি ফোন রিসিভড করেননি।
এর আগে সাংসদ থাকাকালে এমপি বদির হাতে মারধর ও হামলার শিকার হয়েছেন শিক্ষক, সরকারি কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী, দলীয় কর্মী সহ অনেকে।
মন্তব্য করুন