কোভিড-১৯ টিকা এখনও যারা গ্রহণ করেননি এবং সময়মতো দ্বিতীয় ও তৃতীয় ডোজ দেননি তাদেরকে টিকা প্রদানে বিশেষ উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। রোববার ও সোমবার নগরীর ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৩টি ওয়ার্ডের কাউন্সিলরদের কার্যালয়ে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে ১২ বছরের উর্ধ্বে সব নাগরিক টিকা দিতে পারবেন।

সবাইকে মর্ডানা ও ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। এদিকে অবিলম্বে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি স্বাস্থ্যবিধি অনুস্মরণ করে টিকা গ্রহণে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন।

শনিবার সিটি মেয়র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, যাদের প্রথম বা দ্বিতীয় ডোজ গ্রহণের সময় পার হয়েছে অথচ মোবাইলে ক্ষুদে বার্তা পাননি, কিংবা দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পেরিয়েছে, বার্তা পাননি তারা বিশেষ টিকাদান কর্মসূচিতে টিকা গ্রহণ করতে পারবেন। ১২ বছরের উর্ধ্বের নাগরিকরা ফাইজার ও অন্যরা মডার্নার টিকা পাবেন।

রোববার ও সোমবার নগরীর ৬, ২৩, ২৫ ও ২৭ নম্বর ওয়ার্ড ব্যতীত সব ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টিকাদান চলবে। এছাড়া ১৮ উর্ধ্ব নাগরিকদের মধ্যে যারা এখনও সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশন করেননি তারা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা জন্মনিবন্ধনের ফটোকপি নিয়ে প্রথম ডোজ গ্রহণ করতে পারবেন।