- সারাদেশ
- নলকা সেতুর দুই পাশে যানজট
নলকা সেতুর দুই পাশে যানজট

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের আলোচিত নলকা সেতুর দুই পাড়ে ফেরা যানজট দেখা দিয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে নলকা সেতুর পূর্বদিকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী যানজট দেখা দেয়। পরে সেতুর দুই পাড়ে যানজট ছড়িয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যানজট কমলেও সড়কে গতি বাড়েনি যানবাহনের।
স্থানীরা জানান, নলকা সেতুর নির্মাণকাজের মাটি মহাসড়কের ওপর রাখায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে ও ট্রাফিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ইফতারের আগে সেতুর দুই পাড়ে যানজটে শত শত যাত্রী বিড়ম্বনায় পড়েন।
রংপুর থেকে সিরাজগঞ্জগামী জেনিন বাস সার্ভিসের সুপারভাইজার লিখন সরকার আজ সন্ধ্যায় সমকালকে বলেন, বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত দীর্ঘ ৪৫ মিনিট ঢাকা-রংপুর মহাসড়কের ধোপাকান্দি এলাকায় আটকে ছিলাম। পথেই ইফতার করতে হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, নলকা সেতুর নির্মাণকাজের মাটি ভরাট কাজের বালি রাস্তার ওপর রাখায় হঠাৎ যানজট সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
সড়ক ও জনপথ (সওজ) সাসেক প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হোগো-মীর আকতার জয়েনভেঞ্চার কোম্পানির প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী একলাছ উদ্দিন সন্ধ্যা সাড়ে সাতটায় বলেন, পুরাতন নলকা সেতুর পাশেই সওজ-র নতুন সেতুর নির্মাণকাজ চলছে। পূর্বদিকে পুরাতন সেতুর পাশে বৃষ্টিতে আকস্মিক ভাঙন রোধে মাটি ভরাটকাজের জন্য সাময়িক যানচলাচল বিঘ্ন ঘটে। হঠাৎ যানজট হলেও সেটি একবারেই সাময়িক।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে মহাসড়ক প্রশস্তকরণ, মেরামত ও সংস্কার চলছে। এতে যানজট ও যানবাহনের ধীরগতি লেগেই রয়েছে। আগামী ২৫ এপ্রিল নতুন নলকা সেতুর একটি লেন চালু হওয়ার কথা রয়েছে। তখন যানজট কিছুটা কমবে পারে আশা করা হচ্ছে। রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের ২২ জেলার মানুষ ঈদের আগে প্রতিবছর এ রুটে চলাচল করেন।
মন্তব্য করুন