- সারাদেশ
- মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ইমামের
মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ইমামের

শেরপুরের শ্রীবরদী পৌর এলাকার সেকদি মোড়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। তার নাম ক্বারি মোরাদ মিয়া (৩৫)। তিনি কলাকান্দা নতুন মসজিদের ইমাম এবং ওই গ্রামের আ. লতিফের ছেলে।
আজ শনিবার বিকেলে সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী খায়ের উদ্দিন (৫০) ও তার ছেলে আমির হামজা (১০) আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলে করে ইমাম সাহেব, খায়ের উদ্দিন ও তার ছেলে আমির হামজা শ্রীবরদী থেকে মাটিয়াকুড়া যাচ্ছিলেন। পথে সেকদি মোড়ে শেরপুর থেকে আসা একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। তিনজনেই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইমাম মোরাদকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত দুইজনকে শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। কিন্তু অটোরকিশাচালক পালিয়ে যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন