ফরিদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার প্রধান আসামি সাগর মোল্যাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় সাগরের কাছে থেকে দুই রাউন্ড গুলিসহ একটি শুটার পিস্তল, ১৫০০ পিস ইয়াবা ও একটি মোবাইল জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।

শনিবার বিকেলে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা এসব তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম,এ জলিল, উপ-পরিদর্শক এসআই মো. ফরহাদ হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে পুলিশের একটি টিম ফরিদপুর শহরের পূর্ব কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে সাগর মোল্যাকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তার সাগরের কাছে থেকে দুই রাউন্ড গুলিসহ একটি শুটার পিস্তল, ১৫০০ পিস ইয়াবা ও একটি মোবাইল জব্দ করা হয়। সাগর মোল্যা ফরিদপুর জেলা সদরের লোকমানখাঁর ডাঙ্গী এলাকার কাশেম মোল্যার ছেলে। সে এলাকায় উঠতি বয়সের ছেলেদের নিয়ে মাদক, চুরি, দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এ মামলায় এর আগে আছমত শেখ ও কিশোর অপরাধী আশিক শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দেয় এবং প্রধান আসামি সাগর মোল্যার নাম প্রকাশ করে।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল ফরিদপুরে কোতয়ালী থানার দয়ারামপুর এলাকায় একটি ঘাসের ক্ষেতে হাত-পা বেঁধে ও গলায় কালো কাপড় পেঁচিয়ে অটোরিকশাচালক সাব্বির বিশ্বাসকে (১৪) শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গত ২০ এপ্রিল নাইম শেখ (১৫) নামে এক অটোবাইক চালককে হাত-পা বেঁধে ও গলায় শাড়ির কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে মাটি খুঁড়ে গর্ত করে পুঁতে রাখা হয়। এই দুই হত্যাকাণ্ডেই সাগর মোল্যা প্রধান পরিকল্পনাকারী বলে জানা গেছে।