- সারাদেশ
- নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের ৩ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার
নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের ৩ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

প্রতীকী ছবি
নিষিদ্ধ চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। যশোর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গতকাল শুক্রবার অভয়নগর উপজেলার রামসরা গ্রাম এবং মাদারীপুর সদর উপজেলার পুরান বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক উদ্ধার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাসুদেব সাহা ওরফে তিলক ওরফে কিরণ ওরফে তপন ওরফে বাদল ওরফে মাহমুদুর রহমান এবং তার দুই সহযোগী দিপঙ্কর মণ্ডল ও কৃষ্ণপদ মণ্ডল। মাহমুদুর পটুয়াখালী সদর উপজেলার পুরান বাজার গ্রামের নারায়ণ চন্দ্র সাহার ছেলে। দিপঙ্কর অভয়নগর উপজেলার রামসরা গ্রামের নিখিল মণ্ডলের ছেলে এবং কৃষ্ণপদ একই গ্রামের পঞ্চরাম মণ্ডলের ছেলে।
যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি রূপন কুমার সরকার জানান, গতকাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মন্তব্য করুন