- সারাদেশ
- সুযোগ বুঝে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করতেন তারা
সুযোগ বুঝে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করতেন তারা

ছবি: পুলিশের সৌজন্যে
চট্টগ্রামে অস্ত্র ও মোটরসাইকেলসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরে মোটরসাইকেল ও প্রাইভেটকারে করে এবং মহাসড়কে পিকআপ ভ্যানে করে শ্রমিকের বেশে ছিনতাই ও ডাকাতি করতেন তারা। শনিবার নগরীর আকবর শাহ থানার টোলরোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- সাহেদ হোসেন টিটু, মোহাম্মদ জাহিদ হোসেন শাকিল ও শাহেদ আজগর হীরা। তাদের গ্রেপ্তারের সময় একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ, ছোরা, মোটর সাইকেল জব্ধ করে পুলিশ।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ওরা তিনজন পেশাদার অপরাধী। সড়ক-মহাসড়কে ছিনতাই-ডাকাতি, লোকজনকে জিম্মি করে টাকা আদায়সহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত। পুলিশের অভিযানে কিছুদিন নিষ্ক্রিয় থাকলেও ঈদুল ফিতরকে সামনে রেখে চক্রটি আবার সক্রিয় হয়ে ওঠে। টোল রোডে শনিবার ভোরে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল আরোহীদের তল্লাশি করা হচ্ছিল। টিটু ও শাকিল মোটরসাইকেল নিয়ে এসে চেকপোস্টের মুখে পড়েন। এ সময় তারা মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। তাদের কাছে ধারালো অস্ত্র পাওয়া যায়। পরে তাদের তথ্যে হীরাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
ওসি জহির জানান, এ চক্রের ১১ জন সদস্যকে কোতোয়ালি থানা পুলিশ ২০১৯ সালের নভেম্বরে গ্রেপ্তার করেছিল। ওই ১১ জনের মধ্যে হীরাও ছিলেন। জামিনে বেরিয়ে হীরা আবার ছিনতাইকারীদের সংগঠিত করে নিজেই একটি গ্রুপ গড়ে তোলেন। তারা পিকআপ ভ্যানে করে শ্রমিকের বেশে রাতে মহাসড়কে ঘোরাঘুরি করেন। এরপর সুযোগ বুঝে গাড়ি আটকে ছিনতাই করেন। আবার মোটরসাইকেল বা প্রাইভেটকারে করেও নগরীতে ঘোরেন। রিকশা বা অটোরিকশায় যাত্রী পেলে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করেন। গ্রেপ্তার তিন জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন