- সারাদেশ
- ৪০ মামলার আসামি রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
৪০ মামলার আসামি রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রায় চল্লিশটি নাশকতা মামলার পলাতক আসামি রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর তেরখাদিয়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার জামায়াত নেতা এমাজ উদ্দিন মণ্ডল (৫০) ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার পায়রাডাঙ্গা গ্রামের মৃত সিরাজ উদ্দিন মণ্ডলের ছেলে। এমাজ উদ্দিন রাজশাহী নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা।
শনিবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তেরখাদিয়া মোড় থেকে পবা থানার নাশকতা মামলার পলাতক আসামি রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিনকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ জানান, গ্রেপ্তার আসামি ও তার অন্যান্য সহযোগিরা সরকার বিরোধী অপপ্রচার-সহ নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করেন এবং তাদের সংগঠন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। এছাড়াও আসামির বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতামূলক কর্মকাণ্ড ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং দাঙ্গাহাঙ্গামার ৩৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। এছাড়া তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানায় পাঁচটি মামলা রয়েছে।
মন্তব্য করুন