কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা ও মেজর মমিন ফাউন্ডেশনের সদস্য সচিব কাজী ফারুক আহাম্মেদ। তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন।
আজ শনিবার কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার নিজ বাসভবনে ইফতার-পূর্ব সাংবাদিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে কাজী ফারুক জানান, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার বাবা প্রয়াত আলফু মিয়া ও বড় ভাই কাজী মোজাম্মেল হক বীর মুক্তিযোদ্ধা। তার আরেক ভাই বীর মুক্তিযোদ্ধা মেজর কাজী মমিনুল হককে জিয়াউর রহমান হত্যায় ১৯৮১ সালে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। আওয়ামী পরিবার ও মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি দলের মনোনয়ন পাবেন বলে আশা প্রকাশ করেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী ফারুক বলেন, ২০১১ সালে সিটি করপোরেশনের যাত্রা শুরু হলেও নগরবাসী এখনও কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা পাচ্ছে না। তিনি দলের মনোনয়ন পেলে নগরবাসীর ভোটে নির্বাচিত হয়ে কুমিল্লা সিটি করপোরেশনকে মডেল মহানগরে পরিণত করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মোমিনুল হক, মনিরুজ্জামান রিপন, কাজী আবদুস সালামসহ তার সমর্থকরা।
মন্তব্য করুন