- সারাদেশ
- ভারতে পাচারকালে টিসিবির তেল জব্দ
ভারতে পাচারকালে টিসিবির তেল জব্দ

প্রতীকী ছবি
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২১ বোতল টিসিবির তেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার মধ্য রাতে উপজেলার আমতলা সীমান্ত দিয়ে তেল পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তা জব্দ করে বিজিবি।
শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার বলেন, অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে তেল উদ্ধার করে বিজিবি। উদ্ধার করা তেল চাতলাপুর কাস্টমসে জমা দেওয়া হয়।
মন্তব্য করুন