- সারাদেশ
- নাবালক ছেলেকে বিয়ে দিতে চাপ, বাবার জেল
নাবালক ছেলেকে বিয়ে দিতে চাপ, বাবার জেল

প্রতীকী ছবি
জয়পুরহাটের কালাইয়ে বাল্যবিয়েতে রাজিয়া না হওয়ায় নিজের স্ত্রী ও ছেলেকে মারপিটের অভিযোগে আবু কালাম নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার উপজেলার মাত্রাই ইউনিয়নের উলিপুর গ্রামের এ ঘটনায় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার আবু কালামকে পুলিশের সহায়তায় গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ডের আদেশ দেন।
এ ঘটনায় আহত নাছিমা বেগম এবং নাজমুল হোসেনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ইউএনও টুকটুক তালুকদার জানান, আবু কালাম তার নাবালক ছেলেকে জোরপূর্বক বিয়ে দিতে স্ত্রী ও ছেলেকে চাপ দিতে থাকেন এবং এক পর্যায়ে মারপিট করেন। পরে ছেলের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর সাজা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন