কুমিল্লা বিশ্ববিদ্যালয়
মহিউদ্দিন মাহি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সুহৃদ সমাবেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি তোফাজ্জল হোসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুল ইসলাম। ২১ এপ্রিল সুহৃদ সমাবেশ ও ইফতার আয়োজনে এ কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন- সোহেল পাটোয়ারী, আনিছুর রহমান, আবু নাঈম, রবিউল রবি ও নাজিমুল হক সানি, সুলতান আল নাহিয়ান, সাবরিনা বৃষ্টি, রাব্বি খান, মো. জিয়ান খান, আব্দুর রহমান ফাহিম, নাজমুল হাসান, সাইদুল হসান সিফাত, আবু কাউছার, নুসরাত জাহান, হুমায়রা তাজরিন লামিয়া, আব্দুল্লাহ আল কাউছার, আসিফ মাহমুদ, জাভেদ রায়হান, ইমতিয়াজ রিফাত, মঞ্জুরুল ইসলাম, জান্নাতুল নাঈম, রনি মিয়া, সানজিদা আক্তার অপর্ণা, তোফাজ্জল হোসেন, মো. ইউনুস, তামিম মিয়া, রোমা আক্তার, ওয়াফা আক্তার রিম, শাহিনুর আক্তার, জান্নাতুন নিসা, বায়জিদ সরকার রিমন প্রমুখ।

গাইবান্ধা সরকারি কলেজ
গাইবান্ধা প্রতিনিধি
সুহৃদ সমাবেশ গাইবান্ধা সরকারি কলেজ ইউনিট কমিটি পুনর্গঠন উপলক্ষে ২১ এপ্রিল প্রতিষ্ঠানের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক মো. খলিলুর রহমান, সুহৃদ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান সাহান, আফরোজা বেগম লুপু, আলম মিয়া, সভাপতি অঞ্জলী রানী দেবী, সহসভাপতি কবি হাফিজুল হিলালী বাবু, সুহৃদ সম্পা দেব, জান্নাতুল ফেরদৌস জেমি, হিরা কুমার, সাব্বির হোসেন প্রমুখ। সভায় সম্পা দেবকে সভাপতি এবং সুশান্ত কুমার বর্মণকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হচ্ছেন- সহসভাপতি গোবিন্দ চন্দ্র, সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জেমি, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ননী গোপাল, হিরা কুমার, আল মোস্তাকির রহমান আকাশ, চমক কুমার, আব্দুর রহিম রাফি, পার্থ সাহা, সবুজ কুমার মোদক, আইরিন আক্তার, প্রণব চন্দ্র সরকার, আলমগীর হোসেন, মৌ সরকার ও নাফিস মাসনন মুহী। এ ছাড়া ইউনিটের উপদেষ্টা হিসেবে থাকছেন অধ্যক্ষ অধ্যাপক খলিলুর রহমান।

ডুমুরিয়া
এম এ এরশাদ
খুলনার ডুমুরিয়ায় ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৯ এপ্রিল শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া, ড. তাজিয়া সরদার, ড. আব্দুল্লাহ ইউসুফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, সাংবাদিক সুমন ব্রহ্ম, সুব্রত ফৌজদার, সেলিম আবেদ, লিটন গাজী, জাহাঙ্গীর আলম মুকুল প্রমুখ। উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ডুমুরিয়া সুহৃদ সমাবেশের নবগঠিত কমিটির আহ্বায়ক ড. তাজিয়া সরদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোশারারফ হোসেন ও সমাজকর্মী ভারতী বিশ্বাস এবং শিক্ষক সৌরীন্দ্র নাথ বিশ্বাসকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- শহীদুল ইসলাম, এস এম মশিউর রহমান, পারুল বেগম, জগদ্বন্ধু মল্লিক, সামিয়া এশা, নবদ্বীপ মল্লিক, রুদ্র মিস্ত্রি প্রমুখ।