- সারাদেশ
- ২৪ লাখ টাকায় কেনা কালো ঘোড়া গোসলের পর হলো লাল
২৪ লাখ টাকায় কেনা কালো ঘোড়া গোসলের পর হলো লাল

শখ করে কিনেছিলেন বিরল প্রজাতির দামি এক কালো ঘোড়া। কিন্তু গোসল করানোর পর সেই কালো ঘোড়ার রঙ উঠে বেরিয়ে আসে লাল রঙ।
ঘটনাটি ভারতের পাঞ্জাব রাজ্যের। ওই রাজ্যের সাংগুর জেলার সুনাম শহরের কাপড় ব্যবসায়ী রমেশ কুমার বেশ কিছুদিন ধরে একটি কালো ঘোড়া খুঁজছিলেন। পরে তিনি ওই রাজ্যেরই তিন ঘোড়া ব্যবসায়ী যতিন্দর পাল সিং সেখন, লখবিন্দর সিং এবং লাচরা খানের কাছ থেকে ২২ দশমিক ৬৫ লাখ রুপিতে একটি বিরল প্রজাতি কালো ঘোড়া কেনেন। বাংলাদেশি মুদ্রায় যার দাম দাঁড়ায় ২৪ লাখ রুপিরও বেশি।
ঘোড়াটি কিনে রমেশ কুমার বেশ খুশিও হয়েছিলেন। ঘোড়া কেনার কিছুদিন পর একদিন সেটাকে গোসল করাচ্ছিলেন রমেশ। তখন তিনি খেয়াল করলেন আশ্চর্যজনকভাবে ঘোড়ার শরীর থেকে কালো রঙ উঠছে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো ঘোড়ার গায়ে ময়লা জমেছে। কিন্তু পরে দেখেন যতই পানি দিয়ে ঘোড়ার গা ধুচ্ছিলেন ততই কালো রং উঠে আসছিল। একটা পর্যায়ে ঘোড়াটি লাল রঙ বেরিয়ে আসে।
এ ঘটনায় তিন ঘোড়া ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন রমেশ কুমার। পুলিশ জানায়, নকল জাতের ঘোড়া বিক্রি করে আরও আটজনের সঙ্গে একইভাবে প্রতারণা করেছে অভিযুক্তরা।
মন্তব্য করুন