শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুযন্ত্রণায় ছটফট করতে করতে কুমিল্লার গৃহবধূ ভিডিও বার্তায় জানালেন, গ্যাসের আগুন থেকে নয়; যৌতুকের দাবিতে তার স্বামী গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়ার বাসিন্দা আসাদ সরকারের স্ত্রী সাদিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত শনিবার গুরুতর দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় সাদিয়াকে।

সাদিয়া ভিডিওবার্তায় জানান, তার স্বামী তাকে কয়েকবারই বলে ছিল তাকে আগুনে পুড়িয়ে হত্যা করবে। গত ৫ মাস যাবৎ যৌতুকের জন্য তাকে তার স্বামী শারীরিক ভাবে নির্যাতন করে আসছিল।  

গত শনিবার সকাল ৮টার দিকে দেবিদ্বার উপজেলা সদরের স্বামীর বাসায় তার শরীরে কেরোসিন  দিয়ে আগুন লাগিয়ে দেয় তার স্বামী।  

তবে স্থানীয়দের জানানো হয় গ্যাসের চুলা থেকে আগুনে দগ্ধ হয়েছে সাদিয়া।

সাদিয়ার পরিবারের সদস্যরা বলেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য তাদের পরিবারে কলহ চলছিল। 

সাদিয়াকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। 

বুধবার রাতে দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।  অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।