- সারাদেশ
- গোপালগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
গোপালগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

গোপালগঞ্জের মুকসুদপুরে আশরাফ আলী শেখ (৫৬) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের ননীক্ষীর গ্রাম থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের পরিবারের দাবি, আশরাফ আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।
উপ-পরিদর্শক শেখ শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার গভীর রাতে আশরাফ আলী শেখ গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরও বলেন, প্রাথমিক আলামতে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি আত্মহত্যা না কি হত্যাকাণ্ড।
নিহত আশরাফ আলীর মেয়ে মিতা খানম জানান, ‘আমার মা আসমা বেগমের সঙ্গে একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে গোলাম আযমের দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক রয়েছে। এরই জের ধরে তারা দু’জনে মিলে পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে।’
ননীক্ষীর ইউপি চেয়ারম্যান শেখ রনি আহমেদ জানান, আশরাফ আলী আত্মহত্যা করেছে না কি হত্যা, এটা পুলিশ উদঘাটন করবে। যদি হত্যা হয়ে থাকে তাহলে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহণ করবে এটাই আমাদের দাবি।
মন্তব্য করুন