- সারাদেশ
- এটিএম বুথ ভাঙতে গিয়ে...
এটিএম বুথ ভাঙতে গিয়ে...

প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক এশিয়ার এটিএম বুথ ভেঙে টাকা লুটের চেষ্টা করায় আশরাফ ইসলাম (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
আশরাফের গ্রামের বাড়ি কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলি গ্রামে। বসবাস করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব নয়নপুরে।
আশরাফ জানায়, ঋণ পরিশোধের জন্য সে এই কাজ করেছে। তবে তার পরিবারের সদস্যদের দাবি, সে মানসিক রোগী। তার চিকিৎসা চলছে।
জানা গেছে, রাত ৮টার দিকে সদর হাসপাতাল রোডের এটিএম বুথে ওই যুবক প্রবেশ করে প্রথমে এক নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলার চেষ্টা করে। তখন বুথের বাইরে থেকে আরেক নিরাপত্তাকর্মী চিৎকার শুরু করলে আশপাশের দোকানদার ও পথচারীরা এগিয়ে এসে আশরাফকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন