ইন্দুরকানীতে সুমী আকতার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ গৃহবধূর স্বামী হৃদয় হাওলাদার ও শাশুড়ি জেসমিন বেগমকে আটক করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বুধবার আদালতে পাঠিয়েছে।

সুমীর নানা সাকায়েত ফরাজী বাদী হয়ে গৃহবধূর স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে হত্যার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন।

সাকায়েত ফরাজী অভিযোগ করেন, হৃদয় হাওলাদার (১৮) একই গ্রামের প্রবাসী সাহিদা বেগমের মেয়ে সুমীকে এক বছর আগে বিয়ে করে। হৃদয়ের কোনো আয় না থাকায় স্ত্রীকে তার মায়ের কাছ থেকে মোটরসাইকেল কেনার টাকা আনতে বলে। টাকা না আনায় তাকে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ মিলে অমানবিক নির্যাতন করে। নির্যাতনে সুমী মারা যায়। পরে তারা বিষ খেয়েছে বলে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।