- সারাদেশ
- ধান খেল গরু, প্রাণ দিল যুবক
ধান খেল গরু, প্রাণ দিল যুবক

নিহত মো. হোসাইন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হোসাইন (৩৫) নামের ওই যুবকের মৃত্যু হয়। এছাড়া এই ঘটনায় আহত হয়ে আরও দু'জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হোসাইন পেশায় দর্জির কাজ করেন। গত বুধবার সকালে চরহোসেনপুর গ্রামের সিরাজুল ইসলামের গরু কাশেম মিয়ার বোরো ধানে ক্ষেতে ঢুকে পাকা ধান খেয়ে ফেলে। এতে কাসেম মিয়া ক্ষিপ্ত হয়ে সিরাজুল ইসলামের পরিবারকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে।
এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে কাশেমের ছেলে রুহুল মিয়া প্রতিপক্ষ সিরাজুলের ছেলে শহীদুল ইসলাম মুন্নাকে ছুরিকাঘাত করে। ওই অবস্থায় দেখে হোসাইন ও তার বাবা সিরাজুল এগিয়ে গেলে তাদেরও ছুরিকাঘাত করে জখম করা হয়। পরে সিরাজুল ও তার দুই ছেলে হোসাইন ও মুন্নাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে হোসাইন মারা যান।
হোসাইনের মৃত্যুর খবর পাওয়ার পর বাড়ি ছেড়ে পালিয়েছে কাশম ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের মিয়া বলেন, গরু ধান খাওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের মারামারিতে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।
মন্তব্য করুন