ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমারের অকৃত্রিম বন্ধু চীন। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে দেশ দুটির মধ্যে একটি সংযোগ সেতু তৈরিতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে তার দেশ।

আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে তাদের দেওয়া নানা চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, কক্সবাজারে দু'দিনের সফরে রোহিঙ্গাদের দুর্দশার প্রকৃত চিত্র দেখেছি। আমরা এই সংকট সমাধানে কার্যকর উপায় খুঁজছি। এই ইস্যুতে চীন সবসময় বাংলাদেশের পাশে আছে এবং ঢাকার সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যে উদার মানবিকতা দেখিয়েছে এবং কক্সবাজারের স্থানীয় জনগণ নিজেরা কষ্ট করে যেভাবে শরণার্থীদের সহযোগিতা করছে তা নজিরবিহীন। এখানকার অধিবাসীদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে চীন সরকার চিন্তিত, তাই আশ্রিত ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সেবায় কক্সবাজার সদর হাসপাতালে বেশ কিছু চিকিৎসা সামগ্রী দেওয়া হয়েছে।

চিকিৎসা সামগ্রীর মধ্যে এক্স-রে মেশিন, বায়ো কেমেস্ট্রি এনালাইজার, মাইক্রোস্কোপ, ডেন্টাল চেয়ার ও দন্ত বিভাগের নানা সরঞ্জাম ও নেবুলাইজার উল্লেখযোগ্য। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমানের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় এমপি সাইমুম সরওয়ার কমল, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজুয়ান হায়াত, জেলা প্রশাসক মামুনুর রশীদ প্রমুখ।