মৌলভীবাজারের বড়লেখায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন দুই শিক্ষক। তাদের মধ্যে রুবিয়া বেগমের মৃত্যু হয়েছে। তার স্বামী শিক্ষক আবদুল করিম চিকিৎসাধীন। বুধবার রাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবিয়া উপজেলার সুড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিমের স্ত্রী ও পার্শ্ববর্তী কান্দিগ্রাম মিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

জানা গেছে, স্বামী, এক ছেলে ও দুই মেয়ে নিয়ে দক্ষিণ লঘাটি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন রুবিয়া। তিনি বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সেহরির খাবার তৈরির জন্য রান্নাঘরে যান। এ সময় গ্যাসের চুলা জ্বালাতেই তার শরীরে আগুন লেগে যায়। চিৎকার শুনে তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন তার স্বামীও। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে নিলে চিকিৎসক রুবিয়াকে মৃত ঘোষণা এবং আবদুল করিমকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন।
বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম মোল্লা বৃহস্পতিবার বলেন, শিক্ষক দম্পতির রান্নাঘরের দরজা-জানালা বন্ধ ছিল। রাতের কোনো এক সময় সিলিন্ডার লিকেজ হলে সেই গ্যাস বাইরে যেতে পারেনি। এ কারণে চুলা জ্বালানো মাত্রই আগুন লেগে যায়। ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, শিক্ষিকা রুবিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।