- সারাদেশ
- জমি নিয়ে বিরোধে খ্রিষ্টান পরিবারের ওপর হামলার অভিযোগ
জমি নিয়ে বিরোধে খ্রিষ্টান পরিবারের ওপর হামলার অভিযোগ

জমি-সংক্রান্ত বিরোধের জেরে গোপালগঞ্জের কাশিয়ানীতে খ্রিষ্টান পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার রাতইল ইউনিয়নের ভাদুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানান।
হামলায় খ্রিষ্টান পরিবারের সদস্য গ্লোরিয়া বিশ্বাস (৮৫) ও তার ছেলে স্টিফেন বিশ্বাস আহত হয়েছেন। স্টিফেন ওই গ্রামের 'দি রিডিমন্ড ক্রিশ্চিয়ান চার্চ অব গড' নামের একটি মিশনারির সহকারী পরিচালক। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্লোরিয়া বিশ্বাস বলেন, বাড়ি সংলগ্ন একটি জমি নিয়ে প্রতিবেশী নিতাই চন্দ্র বিশ্বাসের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সকালে ওই জমির আইলে আগাছা পরিস্কার করতে গেলে নিতাইয়ের পরিবারের লোকজন বাধা দেয়। এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে নিতাইর নেতৃত্বে চার-পাঁচজন লাঠিসোটা নিয়ে এসে তার ওপর হামলা চালায়। এসময় তার ছেলে হামলা ঠেকাতে এলে তাকেও বেধড়ক পেটায় ও কিলঘুষি মারে। পরবর্তীতে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।এসব অভিযোগ অস্বীকার করে নিতাই বিশ্বাস বলেন, তাদের জায়গা দখল করে গ্লোরিয়ারা সেখানে ঘর তুলেছে। তারা তাদের জায়গা থেকে মাটি কাটার জন্য লোকজন আনে। এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তারা হামলা চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের একাধিক ব্যক্তি বলেন, জমিজমার বিরোধকে কেন্দ্র করে দু'পক্ষ মারামারি করেছে। দু'পক্ষের লোকজনই সামান্য আহত হয়েছে। এর মধ্যে খ্রিষ্টান পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি হয়েছে। নিতাইয়ের লোকজনও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
কাশিয়ানী থানার এসআই তুষার মৃধা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। আক্রান্ত পরিবারকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।
মন্তব্য করুন