ময়মনসিংহের নান্দাইলে নারী ফুটবলারকে ‘ধর্ষণচেষ্টার’ মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম ফকির ফয়সালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার দুপুরে রিমান্ড মঞ্জুর করেন ময়মনসিংহ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালত। অন্যদিকে ওই নারী ফুটবলারের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। 

ডিবির ওসি শফিকুল ইসলাম জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনার সাথে আর কে কে জড়িত তা তদন্তে কাজ শুরু হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অহিদুল আলম ফকির ফয়সাল পৌরসভার পাঁচপাড়া মহল্লার লাল মিয়া ফকিরের ছেলে। ওই নারী ফুটবলারের বাড়ি ফয়সালের পাশের মহল্লায়।বর্তমানে তিনি নান্দাইল সদরের একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ছেন। পাশাপাশি বাড়ি হওয়ায় মেয়েটি ছিল ওই ছাত্রনেতার পরিচিত।

গত ২২ এপ্রিল উপবৃত্তির ফরমে স্বাক্ষর দেবার মিথ্যা আশ্বাসে মোবাইল ফোনে মেয়েটিকে কলেজে ডেকে নেন ফয়সাল। পরে কলেজের একটি ভবনের পিছনে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। 

এ ঘটনার দুইদিন পর গত ২৫ এপ্রিল মেয়েটি বাদী হয়ে নান্দাইল থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা করেন। গত ২৭ এপ্রিল পুলিশ অভিযুক্ত ফয়সালকে গাজীপুরের গাছা থানাধীন ছয়দানা হাজীপুকুর পাড় এলাকা থেকে গ্রেপ্তার করে। 

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন,আমরা মেয়েটিকে আদালতে পাঠিয়েছি,এখন আদালত যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।