হবিগঞ্জের মাধবপুরে কিশোরীকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মাহাবুবুর রহমান সুমন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। 

বৃহস্পতিবার ভোরে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযানে গিয়ে সুমনকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। সুমন মিয়া মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মারুফ মিয়ার ছেলে। 

শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।   

গত ১৯ এপ্রিল আসামি মাহাবুবুর রহমান সুমন প্রেমে ব্যর্থ হয়ে ভোররাতে মানিকপুর গ্রামে তার সহযোগীদের নিয়ে ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতের কবজি, বুকসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করে। 

এ ঘটনায় ভিকটিমের বাবা মাধবপুর থানায় গত ২৫ এপ্রিল ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, সুমনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হবে। আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করলে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে।