- সারাদেশ
- ২ বছর পর পঞ্চগড় পৌরসভা এলাকায় ঈদের ২০ জামাত অনুষ্ঠিত
২ বছর পর পঞ্চগড় পৌরসভা এলাকায় ঈদের ২০ জামাত অনুষ্ঠিত

ছবি: সমকাল
করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর পর পঞ্চগড়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠসহ পৌরসভা এলাকায় ২০ মাঠে একযোগে সকাল ৯টায় ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
নামাজের আগে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর পর মাঠে ঈদে নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জানান মুসল্লিরা। পরে একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন।
এদিকে ঈদ উপলক্ষে জেলা শহরের সরকারি-বেসরকারি বিভিন্ন ভবনে আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
মন্তব্য করুন