- সারাদেশ
- পিকআপ-ইঞ্জিনভ্যানের সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর
পিকআপ-ইঞ্জিনভ্যানের সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি
খুলনা-চুকনগর মহাসড়কে পিকআপ ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল আট মাস বয়সী শিশু ইব্রাহী হোসেনের।
বৃহস্পতিবার রাতে ডুমুরিয়া মহিলা কলেজের সামনে এই ঘটনা ঘটেছে বলে সমকালকে জানান ডুমুরিয়ার খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি মো. মেহেদী হাসান।
তিনি জানান, শিশুটির মা রাবেয়া বেগম গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাবা শরিফুল ইসলামকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ পিকআপটি আটক করেছে।
এ ঘটনার কিছুক্ষণ পর খুলনা-চুকনগর মহাসড়কের বরাতিয়া এলাকায় চুকনগর থেকে ছেড়ে যাওয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রনি বিশ্বাস নিহত হন। তিনি নড়াইল সদরের আতশপাড়া গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে।
মন্তব্য করুন