সিলেটের বিজ্ঞানলেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য) রায়সহ যাবতীয় নথিপত্র বিচারিক আদালত থেকে হাইকোর্টে এসেছে। 

বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

গত ৩০ মার্চ সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত চার জঙ্গি হলেন আবুল হোসেন ও ফয়সাল আহমদ, মামুনুর রশীদ এবং আবুল খায়ের রশীদ আহমদ। এ ছাড়া সাফিউর রহমান ওরফে ফারাবী সাফিউর রহমানকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, ২০১৫ সালের ১২ মে সিলেটে নিজ বাসার সামনে খুন হন অনন্ত। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। লেখালেখির কারণে অনন্তকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।