- সারাদেশ
- বাংলাবাজার ঘাটে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়
বাংলাবাজার ঘাটে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়

শুধু মোটরসাইকেল পারাপারের জন্য আলাদাভাবে ফেরি চলছে- সমকাল
বাংলাবাজার ঘাটে ঢাকাসহ এর আশপাশের কর্মস্থলমুখী যানবাহন ও যাত্রীদের উপচেপড়া ভিড় সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শিমুলিয়া থেকে খালি লঞ্চ-ফেরি-স্পীডবোট আনা হচ্ছে বাংলাবাজার ঘাটে। মাত্র পাঁচটি ফেরি দিয়ে যানবাহন ও মানুষ পারাপার করায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন পড়ে গেলে একটি ডাম্ব ফেরি বাড়ানো হয়েছে। এছাড়া ঘাটে মোটরসাইকেলের দীর্ঘ লাইন পড়েছে সকাল থেকেই। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা প্রতিটি যানবাহনেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
জানা যায়, ঈদ শেষে শনিবার সকাল থেকেই শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভিড় শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বৃদ্ধি পায়। বিভিন্ন যানবাহনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে যাত্রীরা বাংলাবাজার ঘাটে ভিড় করেন। বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চ ও স্পীডবোট ছিল যাত্রীতে পরিপূর্ণ। লোডমার্ক অনুযায়ী লঞ্চগুলো যাত্রী পারাপার করছে। যাত্রী চাপ সামাল দিতে সকাল থেকে বিকেল পর্যন্ত শিমুলিয়া ঘাট থেকে খালি লঞ্চ বাংলাবাজার ঘাটে এসে অন্তত ৯০টি ট্রিপ দিয়েছে। একই কায়দায় ছয়টি ফেরি ও অসংখ্য স্পীডবোটও শিমুলিয়ায় ট্রিপ দেয়।
এ রুটে রোরো ফেরি এনায়েতপুরী, বেগম সুফিয়া কামাল, বেগম রোকেয়া, কেটাইপ ফেরি কুঞ্জলতা, ক্যামেলিয়াসহ মাত্র ৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। পরে পারাপারের জন্য একটি ডাম্ব ফেরি যোগ করে বিআইডব্লিউটিসি। যাত্রী ও যানবাহনের চাপ থাকায় ঘাটে আটকা পড়ে প্রচণ্ড রোদে নারী, শিশুসহ হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হন। ঘাট এলাকায় যানবাহনের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক মোটরসাইকেলের চাপ থাকায় ৪নং ঘাটটি শুধুমাত্র মোটরসাইকেল পারাপারের জন্য ব্যবহার করা হয়। এদিন শুধুমাত্র মোটরসাইকেল নিয়েই শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছয়টি ট্রিপ দেয় ফেরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম, আনসারসহ একাধিক টিম দায়িত্ব পালন করছেন। এদিকে দক্ষিণাঞ্চল থেকে আসা যানবাহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে যাত্রীরা অভিযোগ করেন।
শিমুলিয়া-বাংলাবাজার জোন লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাউর রহমান আতাহার বলেন, যাত্রী চাপ বেশি হওয়ায় শিমুলিয়া ঘাট থেকে খালি লঞ্চ বাংলাবাজার ঘাটে আনা হচ্ছে।
বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। চাপ সামাল দিতে শিমুলিয়া ঘাট থেকে খালি ফেরি বাংলাবাজার ঘাটে আনা হচ্ছে। একটি ডাম্ব ফেরি যোগ করা হয়েছে। অন্যান্য যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলের প্রচণ্ড চাপ থাকায় একটি ঘাট শুধুমাত্র মোটরসাইকেল পারাপারের জন্য ব্যবহার করা হচ্ছে।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, দুর্ঘটনা এড়াতে লঞ্চে যাত্রী নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। আজ প্রচণ্ড চাপ সামাল দিতে প্রশাসন, আইন শৃংখলা বাহিনী, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, আনসার, ফায়ার সার্ভিসসহ একাধিক টিম কাজ করছে।
মন্তব্য করুন