- সারাদেশ
- অ্যাসিডে তিন মাসের শিশু ও দুই নারী দগ্ধ
অ্যাসিডে তিন মাসের শিশু ও দুই নারী দগ্ধ
অ্যাসিড সন্ত্রাস

বগুড়ার গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের একটি বাড়িতে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের অ্যাসিডে ঘুমন্ত অবস্থায় শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজধানীর শেখ হাসিনা বার্ন হাসপাতালে নেওয়া হয়েছে। অ্যাসিড নিক্ষেপের কারণ জানা যায়নি। দগ্ধরা হলেন- ওই ইউনিয়নের কর্মকারপাড়ার দুলাল কর্মকারের স্ত্রী দিপালী রায় (৫০), তাদের পুত্রবধূ বিনা রায় (২০) এবং তিন মাসের শিশু সূর্য রায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে। এতে দগ্ধরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পুলিশ দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
বিষয় : অ্যাসিড সন্ত্রাস
মন্তব্য করুন