- সারাদেশ
- নিয়ন্ত্রণ হারানো বাসচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
নিয়ন্ত্রণ হারানো বাসচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

ময়মনসিংহ থেকে অতিরিক্ত যাত্রী আর মালামাল বোঝাই করে সিলেটের দিকে যাচ্ছিল এ সালাম ট্রাভেলসের বাসটি। পথিমধ্যে মৌলভীবাজারের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় সড়ক ধরে হেঁটে যাওয়া পুলিশ সদস্যের চাপা দেয়। এতে প্রাণ হারান তাদের একজন।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব সমকালকে জানান, রোববার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহত হয়েছেন পুলিশ কনস্টেবল রাকিব মিয়া (২৩)।
বাস দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেটের ওসমানী কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পরিমল চন্দ্র দেব বলেন, বাসটি অতিরিক্ত মালামাল ও যাত্রী বোঝাই করে আসছিল। শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চত্বরের রেলিংয়ের সাথে ধাক্কা দেয়। পরে সামনে দাঁড়ানো একটি ট্রাকে ধাক্কা লেগে উল্টে যায়। তখন সড়ক দিয়ে হেঁটে যাওয়া পুলিশ সদস্যরা ওই বাসের নিচে চাপা পড়েন।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া পুলিশ সদস্য রাকিব মিয়াকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আহত অপর দুই পুলিশ সদস্য কামরান ও হানিফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত পুলিশ সদস্য রাকিবের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায়। সিলেটে তার জানাজা শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন