- সারাদেশ
- ৯ দিন পর সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৯ দিন পর সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

সোনাহাট স্থলবন্দর- ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর এবং মহান মে দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী সীমান্তে অবস্থিত সোনাহাট স্থলবন্দর দিয়ে টানা নয় দিন বন্ধ থাকার পর পুনরায় রোববার থেকে আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
সোনাহাট স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মো. গিয়াস উদ্দিন সমকালকে জানান, রোববার সকাল ১০টার দিকে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর থেকে নয়টি পাথরবাহী ট্রাক আসার মাধ্যমে বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ফলে স্থলবন্দরে আবার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, গত ২৯ এপ্রিল শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি। এছাড়া ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ছুটিসহ টানা ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
তিনি আরও জানান, এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে গার্মেন্টস ঝুট, পারটেক্স বোর্ড, সয়া তেল, প্লাস্টিক সামগ্রী ও রেডিমেট গার্মেন্টস সামগ্রী রপ্তানি করা হচ্ছে। এছাড়া ভারত থেকে আমদানি করা হচ্ছে পাথর ও কয়লা।
মন্তব্য করুন