- সারাদেশ
- বেশি দামে সয়াবিন তেল বিক্রি, লাখ টাকা জরিমানা
বেশি দামে সয়াবিন তেল বিক্রি, লাখ টাকা জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন-পাম ওয়েল বিক্রির অভিযোগে রংপুরে দুটি প্রতিষ্ঠান মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে দপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে নগরীর সেনপাড়ায় মেসার্স এসএস ট্রেডার্স ও জেপাল ট্রেডার্স প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানে দুটি প্রতিষ্ঠানে মজুত থাকা ১৩ হাজার ৮৭২ লিটার সয়াবিন ও ৩৭ হাজার ৩৩২ লিটার পাম ওয়েল পাওয়া যায়। পরে এসব তেল সরকার নির্ধারিত দামে বিক্রির নির্দেশনা দেন ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন, তরিকুল ইসলাম, নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকবর আলীসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, খুচরা বাজারে তেলের দাম বৃদ্ধির বিষয়ে অনুসন্ধান চালালে ব্যবসায়ীরা জানান, ‘ডিপো থেকে বেশি দামে তাদের তেল কিনতে হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে দুটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালালে সেখানে সয়াবিন তেল ও পাম ওয়েলের মজুত দেখতে পাই। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বেশি দামে এসব তেল খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে।
তিনি আরও বলেন, আমরা দুই প্রতিষ্ঠান মালিককে ১ লাখ টাকা জরিমানাসহ সরকার নির্ধারিত দামে তেল বিক্রি ও বিক্রির প্রমাণস্বরুপ কাগজপত্র নিয়ে আমাদের অফিসে জমা দেয়াওর নির্দেশ দিয়েছি। তেল নিয়ে নৈরাজ্যকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।
মন্তব্য করুন