- সারাদেশ
- কুলাউড়ায় মৌলভীর বিরুদ্ধে মাদ্রাসাছাত্রকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগ
কুলাউড়ায় মৌলভীর বিরুদ্ধে মাদ্রাসাছাত্রকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগ

কুলাউড়ার পৃথিমপাশায় এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক মৌলভীর বিরুদ্ধে।
‘যৌন নির্যাতনের’ শিকার ১২ বছরের সেই কিশোরকে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটেছে বলে সমকালকে জানান ওই কিশোরের মা।
তিনি বলেন, প্রতিদিনের মতো মৌলভী মালিক মিয়ার (২৪) কাছে আরবি পড়তে যায় ওই কিশোর। সেদিন আর না পড়িয়ে কিশোরকে নিয়ে এক আত্মীয় বাড়ি যাবেন বলে বেরিয়ে পড়েন মালিক। পরে এক ইটভাটায় নিয়ে কিশোরকে ‘যৌন নির্যাতন’ করেন তিনি।
বাড়ি ফিরে আসার পর কিশোরের পায়ুপথ দিয়ে অনর্গল রক্ত পড়ছে দেখে জিজ্ঞাসা করতেই কিশোরর ঘটনা জানান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিনয় ভূষণ রায় জানান, এ ঘটনায় কিশোরের বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মৌলভী মালিককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন