রাঙামাটির কাপ্তাই উপজেলার শীলছড়ি সীতাঘাট মন্দিরসংলগ্ন এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে লোকাশ বৈদ্য (১৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপূর্ব সাহা (১৮) নামে এক পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন।

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক নুরুল করিম সমকালকে জানান, বুধবার চট্টগ্রাম থেকে ৬ জন পর্যটক কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা মিশনঘাট এলাকায় বেড়াতে যান। পরে সীতাঘাট এলাকায় তারা নদীতে গোসল করতে নামে। এসময় তিন জন পানিতে তলিয়ে যান।

সংবাদ পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষ অবস্থায় ধীমান সাহাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক। 

পরে বিকেল পৌনে ৫টার দিকে কাপ্তাই নৌ বাহিনীর লেফট্যানেন্ট কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডলের নেতৃত্বে নৌবাহিনী ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করে। তারা লোকাশ বৈদ্যের মরদেহ উদ্ধার করে। তিনি চট্টগ্রাম ইসলামিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরায়। 

এ ঘটনায় অপূর্ব সাহা (১৮) নামে একজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার তৎপরতা চালানো হবে বলে জানিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল।