- সারাদেশ
- দৌলতপুরে হামলায় যুবজোটের সাধারণ সম্পাদক নিহত
দৌলতপুরে হামলায় যুবজোটের সাধারণ সম্পাদক নিহত

মাহাবুব খান সালাম
কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসীদের হামলায় উপজেলা যুবজোটের সাধারণ সম্পাদক মাহাবুব খান সালাম (৩৮) নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আল্লারদর্গা মাস্টারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। মাহাবুব উপজেলার নতুন আমদহ গ্রামের আলাউদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে আল্লারদর্গা বাজারে থেকে মামুন নামে এক চায়ের দোকানদারকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। মাস্টারপাড়া মোড়ে পৌঁছলে ২৫/৩০ জনের একদল সন্ত্রাসী মাহাবুব খান সালামের ওপর হামলা করে।
এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও রামদা দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাত পৌনে ১টার দিকে অধিক রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী আমদহ গ্রামের গকুল আলীসহ কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাহাবুব খান সালামের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাসদ যুবজোটের কেন্দ্রীয় সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারন শরিফুল কবির স্বপন। বিবৃতিতে তারা এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জাসদ যুবজোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন বলেন, মাহাবুব খান সালাম সাহসী ছেলে ছিলেন। যে সব সন্ত্রাসী এ ধরনের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবিদ হাসান বলেন, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। এ ঘটনা কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখন পরিস্থিতি শান্ত রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো এজাহার দায়ের করা হয়নি।
উল্লেখ্য, নিহত মাহাবুব খান সালাম উপজেলার কল্যানপুর চরদিয়াড় গ্রামের কথিত তাছের পীরের দরবার শরীফের ভক্ত এবং একই দরবার শরীফের ভিভেতরে নিহত রাশেদ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি ছিলেন।
মন্তব্য করুন