কক্সবাজারের টেকনাফে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচারকালে ২৪০ লিটার সয়াবিন তেলসহ একটি লেগুনা জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় নুর কবির (২৭) নামক একজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১২ মে) ভোর ৪টার দিকে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটক নুরুল কবির টেকনাফের মৃত কামালের পুত্র। এসব তথ্য নিশ্চত করেন ১৬-আর্মড পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম।

তিনি জানান, আমাদের কাছে খবর আসে রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে ২৪০ লিটার সয়াবিন তেল পাচার হতে যাচ্ছে। এইসময় আর্মড পুলিশের একটি টিম অভিযান চালিয়ে একটি লেগুনাসহ একজনকে আটক করা হয়। এ সময় তেলসহ ২০০ কেজি চিনি জব্দ করা হয়।