- সারাদেশ
- চাঁদাবাজি মামলায় ভাই-ভাতিজাসহ নূর হোসেন খালাস
চাঁদাবাজি মামলায় ভাই-ভাতিজাসহ নূর হোসেন খালাস

নুর হোসেন- ফাইল ছবি
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন চাঁদাবাজি মামলায় খালাস পেয়েছেন। সেই সাথে তার আরও তিন সহযোগিকে খালাস দেওয়া হয়েছে।
চাঁদাবাজি মামলায় খালাস পাওয়া নুর হোসেনের অপর দুই সহযোগি হলেন তার ভাতিজা শাহ জালাল বাদল, ভাই নূর উদ্দিন ও লোকমান।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত এই রায় দেন। একই দিন অস্ত্র মামলায় চারজনের সাক্ষ্য নিয়ে যুক্তিতর্ক শেষে আদালত আগামী ৪ জুলাই রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন।
এছাড়া একই দিন অপর দুটি মাদক ও চাঁদাবাজি মামলায় নূর হোসেনসহ তার সহযোগিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও এদিন আদালতে কোনো সাক্ষী সাক্ষ্য দিতে আসেনি। আদালত মামলা দুটির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আগামী ১৪ জুলাই।
জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি মো. সালাহ উদ্দীন সুইট বলেন, এদিন নূর হোসেনের বিরুদ্ধে দুইটি মামলায় সাক্ষ্যগ্রহণ দিন ধার্য থাকলেও কোনো সাক্ষী সাক্ষ্য দিতে আসেননি। ফলে আদালত পরবর্তী তারিখ ধার্য করেছেন। একই সাথে আরেকটি চাঁদাবাজি মামলায় তাকে খালাস দিয়েছেন। অস্ত্র মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করেছেন।
উল্লেখ্য, ২০১৪ সালে ৭ খুন মামলার পর সিদ্ধিরগঞ্জের সাইদুল ইসলাম নামে এক ব্যবসায়ি নূর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, চার মামলায় বিচারকি কার্যক্রম শেষে দুপুরে কড়া নিরাপত্তায় নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে উদ্দেশ্যে নেয়া হয়েছে নূর হোসেনকে। এর আগে সকালে কড়া নিরাত্তার মধ্য দিয়ে তাকে নারায়ণগঞ্জ আনা হয়।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় দায়ের করা মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
মন্তব্য করুন