- সারাদেশ
- ১৩৬ টাকা দরে বিক্রি হল জব্দ হওয়া ১২৩০ লিটার তেল
১৩৬ টাকা দরে বিক্রি হল জব্দ হওয়া ১২৩০ লিটার তেল

বরিশালের গৌরনদীতে জব্দ হওয়া ১২৩০ লিটার সয়াবিন তেল প্রতি কেজিতে ১৩৬ টাকা দরে কিনে নিল এলাকাবাসী।
বৃহস্পতিবার গৌরনদী উপজেলার বাটাজোর বাজারে জনপ্রিয় ষ্টোরে অভিযান পরিচালনা করে এই তেল উদ্ধার করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। সয়াবিন তেল জব্দ করার অপরাধে মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একইভাবে বাবুগঞ্জ উপজেলার মুদি ব্যবসায়ী পরিমল ধরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে জব্দ করা সয়াবিনও ১৩৬ টাকা দরে বিক্রি করেন তারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বাবুগঞ্জের রহমতপুর বাজারে মিঠুন স্টোরের মালিককেও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া সমকালকে এসব তথ্য জানান।
তিনি বলেন, এসব ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানের মালিকরা মূল্য বৃদ্ধির আগে ক্রয় করা সয়াবিন তেল মজুদ করেছিল। চলতি সপ্তাহে মূল্য বৃদ্ধির পর সেগুলো বর্ধিত মূল্যে বিক্রি করছিলেন তারা। সয়াবিন তেলের বোতলের লেবেল পাল্টে নতুন ক্রয় মূল্য লাগিয়ে বিক্রি করছিলেন তারা।
মন্তব্য করুন