- সারাদেশ
- রাঙ্গাবালীতে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
রাঙ্গাবালীতে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার মো. বশার বয়াতি - সমকাল
পটুয়াখালীর রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. বশার বয়াতি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়ন এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ওই কিশোরীর নানা আব্দুল খালেক বাদী হয়ে বশার বয়াতিকে আসামি করে রাঙ্গাবালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
গ্রেপ্তার বশার একই ইউনিয়নের সামুদাবাদ গ্রামের প্রয়াত আবুল কাশেম বয়াতির ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বাবা মারা যাওয়ার পর মায়ের অন্যত্র বিয়ে হওয়ায় নানা বাড়িতে বসবাস করত ওই কিশোরী। এলাকায় তরমুজ চাষের সুবাদে কিশোরীর সঙ্গে বশারের পরিচয় হয়। গত ২৪ এপ্রিল রাতে ওই কিশোরীকে তার নানার ঘরে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য নানা ভয়ভীতি দেখান বশার বয়াতি। বিষয়টি তার নানা-নানীকে জানায় কিশোরী। পরে নানা আব্দুল খালেক বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মেডিকেল পরীক্ষার জন্য কিশোরীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন