চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিক ও তার স্ত্রী তাহেরা কবির দুদকের নোটিশ গ্রহন করলেও নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় দুটি মামলা করেছে দুদক। 

বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দুটি করেন সংস্থার উপ-পরিচালক মো. আবু সাঈদ। মানিক চসিকের ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

মামলার বাদী মো. আবু সাঈদ জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিক ও তার স্ত্রী তাহেরা কবিরের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেওয়া হয়। 

গত জানুয়ারিতে সেই নোটিশ দেওয়া হলেও অদ্যবধি তারা সম্পদ বিবরণী জমা না দেওয়ায় প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০০৪ সালের দুদক আইনের ২৬(২) ধারায় অভিযোগ আনা হয়।

২০২১ সালের ৯ নভেম্বর লালখান বাজারে সরকারি জমি-পাহাড় দখল, স্কুল ও মসজিদের জায়গায় দোকান নির্মাণ করে বিক্রি করে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগেও প্রথক চারটি মামলা করে দুদক।

দুদক জানায়, লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর থাকার সময়ে লালখান বাজারের মতিঝর্ণা এলাকায সরকারি পাহাড় দখল করে বাড়ি নির্মাণ, পুকুর খননসহ ভাড়া ঘর নির্মাণ ও সরকারি জায়গার দখলসত্ত্ব বিক্রি এবং ভাড়া দিয়ে টাকা উপার্জনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 

এ নিয়ে অনুসন্ধান চালিয়ে তার অবৈধ সম্পদের খোঁজ পায় দুদক। চলতি বছরের জানুয়ারিতে মানিক ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী জারি করে দুদক। তারা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই বিবরণী জমা দেননি তারা।