- সারাদেশ
- টিটিই শফিকুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের সময় বাড়ল
টিটিই শফিকুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের সময় বাড়ল

ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম
পাবনার আলোচিত সেই ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আগামী সোমবার প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। পাঁচ দিনের তদন্ত শেষে বৃহস্পতিবার এ প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।
গত ৫ মে রেলমন্ত্রীর তিন আত্মীয়কে বিনা টিকিটে ভ্রমণের দায়ে জরিমানাসহ ভাড়া আদায় করেন টিটিই শফিকুল ইসলাম। পরে রেলমন্ত্রীর স্ত্রীর ফোনে তাকে সাময়িক বরখাস্ত করেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে অভিযোগ তদন্তের জন্য গঠন করা হয় তিন সদস্যের কমিটি। এরই মধ্যে ৮ মে শফিকুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহালের নির্দেশ দেন রেলমন্ত্রী।
মন্তব্য করুন