নোয়াখালীর কবিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২০০ কেজি সরকারি চাল কালোবাজারে বিক্রির করতে নেওয়ার সময় দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। বৃৃৃহস্পতিবার সকালে উপজেলার কাছারির হাটে ঘটনাটি ঘটে।

আটকরা হলো উপজেলার কাছারিরহাট বাজার এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক নিজাম উদ্দিন শেখসাব (৩৮) ও চাল বহনকারী রিকশাচালক দেলোয়ার হোসেন (৩৮)। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে কবিরহাট থানায় মামলা হয়েছে। কবিরহাট থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কাছারিরহাট বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক হাফিজ উল্যাহর দোকান থেকে চার বস্তা চাল রিকশায় নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা রিকশাচালককে আটক করে।

এরপর রিকশাচালক দেলোয়ারকে জিজ্ঞাসা করলে তিনি জানান, কাছারিরহাট বাজারের পরিবেশক নিজাম উদ্দিন ওরফে শেখ সাবের দোকান থেকে চালগুলো পাশের ইলিয়াস নামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে যাচ্ছেন। এ সময় স্থানীয়রা চালের বস্তাগুলোসহ রিকশাচালককে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে রিকশাচালক ও চাল জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন বলেন, জব্দ করা চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বলে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। চালগুলো ডিলারের দোকান থেকে অন্য জায়গায় নেওয়া হচ্ছে।

কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, উপজেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে উপজেলা খাদ্য কর্মকর্তা সালাহ উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে মামলা দায়ের করেছেন। শুক্রবার সকালে গ্রেপ্তার আসামিদের ওই মামলায় বিচারিক আদালেতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ওসি আরও বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে ডিলার স্বীকার করেছেন হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের বরাদ্দ ১০ টাকা কেজির চাল চুরি করে ২০০ কেজি জমায়। ওই চোরাই চাল বিক্রির করার উদ্দেশ্যে নেওয়ার সময় জনতার হাতে আটক হই।