চট্টগ্রামে দুই ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করেছে জনতা ও পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুরে রাস্তায় ঘটনাটি ঘটে। এ সময় একজন ছিনতাইকারী পালিয়ে যান।

পাঁচলাইশ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আফতাব হোসেন জানান, ব্যাংক থেকে টাকা তুলে এক গ্রাহক বাসায় ফিরবার সময় তাকে অনুসরণ করে বাসে ওঠে তিন ছিনতাইকারী। ওই ব্যক্তি মুরাদপুরে নামলে পেছন থেকে তার কানের নিচে ঘুষি মারেন এক ছিনতাইকারী।

পাশে থাকা দুই ছিনতাইকারী তার পকেট থেকে টাকা বের করে নেন। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দুইজনকে ধাওয়া করে ধরে ফেলেন জনতা ও পুলিশ বলে জানান তিনি।

এসআই আরও বলেন, ২ ছিনতাইকারীকে ধরে থানায় আনা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।