- সারাদেশ
- গ্রামের বাড়ি যাওয়ার পথে চালকসহ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গ্রামের বাড়ি যাওয়ার পথে চালকসহ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে উপজেলার সীমাবাড়ী-রানীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নওশের আলীর ছেলে ফজর আলী খাজা (৪২) ও পাশের সুঘাট ইউনিয়নের সুঘাট মধ্যভাগ গ্রামের শরাফত আলীর ছেলে বেলাল হোসেন (৫২)।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু পুলিশ যাওয়ার আগেই নিহতদের স্বজনরা তাদের লাশ নিয়ে যায়।
তিনি আরও জানান, ঘাতক অজ্ঞাত পরিবহনকে শনাক্ত করে চালক ও তার সহকারীকে আটক করার চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন