- সারাদেশ
- বৃষ্টির পানি প্রতিবেশীর সীমানায়, সংঘর্ষে আহত ৩
বৃষ্টির পানি প্রতিবেশীর সীমানায়, সংঘর্ষে আহত ৩

টাঙ্গাইলের ঘাটাইলে প্রতিবেশীর বাড়ির সীমানায় ঘরের চালের বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখ শিমুল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার শেখ শিমুল গ্রামের শামীম হোসেন (৪০) ও জামাল ভূঁইয়া প্রতিবেশী। পাশাপাশি সীমানায় তাদের ঘর। সীমানা নিয়ে আগে থেকেই তাদের মধ্যে বিরোধ। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে জামাল ভূঁইয়ার ঘরের চালের বৃষ্টির পানি শামীমের সীমানায় পড়া নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের তিনজন আহত হন। এদের মধ্যে শামীম হোসেন ও তার স্ত্রী জলি বেগম গুরুতর আহত হন। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরপক্ষের জামাল ভূঁইয়ার স্ত্রী আহত হয়েছেন। তিনি ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটু জানান, মূলত বাড়ির সীমানা নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে। ওই ঘটনার জের ধরেই বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন